মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুড়িগ্রামে ফেনসিডিলসহ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মে ২০২২, ০৭:৪৪ এএম

শেয়ার করুন:

কুড়িগ্রামে ফেনসিডিলসহ কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৯৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মাদক কারবারিকে সোমবার (৯ মে) সকালে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাদক কারবারির নাম নুর আলম (৩২)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর নামাটারী এলাকার সাহের আলীর ছেলে।

ওসি ফজলুর রহমান জানান, রোববার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের এক দল পুলিশ সদস্যরা ওই মাদক কারবারির বাড়ি তল্লাশি করে ২৯৮ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।

ওসি আরও জানান, নুর আলমের নামে মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও এক মামলা দেওয়া হয়েছে। সোমবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হবে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর