রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বীর মুক্তিযোদ্ধা পরশ উল্লাহ মোল্লা আর নেই

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ পিএম

শেয়ার করুন:

বীর মুক্তিযোদ্ধা পরশ উল্লাহ মোল্লা আর নেই
বীর মুক্তিযোদ্ধা মো. পরশ উল্লাহ

ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো. পরশ উল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর পূর্বে তিনি একমাত্র পুত্র ও স্ত্রীকে হারিয়েছিলেন।


বিজ্ঞাপন


এই বীর মুক্তিযোদ্ধাকে সোমবার আসর নামাজের পরে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান-উল-ইসলাম। শহরের কমলাপুর রেল কলোনি জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ধলার মোড় পদ্মার পাড়ে আফজাল হোসেন রঞ্জন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা পরশ উল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। 

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর