চট্টগ্রামের চন্দনাইশে রেজিয়া বেগম (৫৪) নামে এক গৃহবধূ ছুরিকাঘাতে খুন হয়েছে। শনিবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার পশ্চিম এলাহাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রেজিয়া বেগম একই এলাকার রিকশাচালক আবদুস সাত্তারের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, গৃহবধূ রেজিয়া বেগম গতকাল সন্ধ্যায় তার নিজ ঘরে ছুরিকাঘাতের শিকার হন। বিষয়টি স্থানীয়রা জানার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। তবে কীভাবে তিনি ছুরিকাঘাতের শিকার হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
জানতে চাইলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, রাতে ছুরিকাঘাতে এক গূহবধূর আহতের খবর পেয়ে ওই বাসায় পুলিশ পাঠানো হয়েছে। তার স্বামীও ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ভুক্তভোগীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরকে/এএ