মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

মায়ের জানাজায় অংশ নিতে এসে প্রাণ গেলে ছেলে-জামাতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৮ এএম

শেয়ার করুন:

loading/img

মায়ের অসুস্থতার খবরে এক নজর দেখতে সূদুর ইতালি থেকে ছুটে আসছিলেন প্রবাসী শাহ আলম। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই গ্রামের শাহজাহান মেম্বারের ছেলে শাহ আলম ভাই-বোনদের মধ্যে তৃতীয়। গত ১৫ বছর আগে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানেই স্ত্রী-সন্তান নিয়ে তার বসবাস। মাকে দেখতে দেশে আসার পথে বিমানে উঠে খবর পান মমতাময়ী মা আর নেই। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দেশে আসার পর ভগ্নিপতি সেলিম মিয়া ও ভাগ্নে তাকে নিয়ে বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন। কিন্তু পথিমধ্যে পরিবারটির ওপরে নেমে আসে দুঃখের পাহাড়। নরসিংদী জেলার শিবপুরে ট্রাকের সঙ্গে তাদের মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রবাসী শাহআলম ও তার ভগ্নিপতি সেলিম মিয়া মারা যান। এ ঘটনায় চালকসহ আরও দুইজন আহত হন। নিহত ভগ্নিপতি সেলিম পাশ্ববর্তী গ্রামের শামসুউদ্দিনের ছেলে।


বিজ্ঞাপন


একদিকে মায়ের মৃত্যু অপর দিকে ছেলে ও জামাতার মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম। দুর্ঘটনার খবর পেয়ে দুপুরে মায়ের দাফন শেষ করে তাদের দু'জনের নিথর দেহ আনতে নরসিংদী ছুটে যান পরিবারের সদস্যরা। রাত নয়টার দিকে তাদের কফিন বন্দি মরদেহ বাড়িতে আনা হলে হৃদয় বিদারক আবহের সৃষ্টি হয়। অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের তিনজনের চলে যাওয়া কিছুতে মানতে পারছেন না স্বজনরা।

নিহতের ছোট ভাই নুরুজ্জামান  জানান, তাদের বহনকারী মাইক্রোবাসটির ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালানোর পাশাপাশি ফোনে কথা বলার কারণে তাদের দুর্ঘটনার কবলে পড়ে আমার ভাই ও ভগ্নিপতি মারা গেছে। আগামীকাল শুক্রবার পাবিরারিক সিদ্ধান্তে সময় নির্ধারণ শেষে তাদের জানাজা ও দাফন সম্পন্ন হবে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর