শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

শহীদ মিনারে ফুল দিয়ে বাড়িতে যাওয়া পথে আ. লীগ নেতাকে হত্যা, আটক ৩

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

শহীদ মিনারে ফুল দিয়ে বাড়িতে যাওয়া পথে জিয়াউর রহমান (৩৬) নামে এক আওয়ামী লীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজশাহী জেলার তানোরে এ ঘটনা ঘটে। তিনি শহীদ মিনারে ফুল দিয়ে বাসায় ফিরছিলেন। 


বিজ্ঞাপন


জানা যায়, নিহত জিয়াউর তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামের মহির আলি মণ্ডলের ছেলে। মঙ্গলবার গভীর রাতে তানোর উপজেলা সদরের শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামে খুন হন তিনি। বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোরে গ্রামের পাঁকা রাস্তার ওপর থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর কাঁচি প্রতীকের পক্ষে কাজ করায় জিয়াউরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি তিনি কয়েকবার পুলিশকেও জানিয়েছিলেন।

পুলিশ জানায়, গভীর রাতে তানোর উপজেলা সদরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শহীদ মিনারে ফুল দিয়ে নিজের মোটরসাইকেলে করে পাঁচ কিলোমিটার দূরে নিজ বাড়ি বিলশহর গ্রামের দিকে চলে যান জিয়াউর রহমান। বুধবার ভোরে পুকুরে মাছ ধরতে যাওয়া লোকজন সড়কের পাশে জিয়াউর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তারা থানায় খবর দেন।

পুলিশ আরও জানান, জিয়াউর রহমানকে শক্ত কিছু দিয়ে প্রথমে মাথায় আঘাত করা হয়েছে। এরপর পেট, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। এছাড়া অন্য কোথাও হত্যা করে জিয়াউর রহমানের মরদেহ বিলশহর গ্রামের উত্তরপ্রান্তে ফেলে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছেন। পূর্ব শক্রতার জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহের পাশে তার মোটরসাইকেলটি পড়েছিল।


বিজ্ঞাপন


তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের তদন্তকাজ শুরু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর