মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতীয় হাতির আক্রমণে প্রাণ গেল বাংলাদেশি কিশোরের

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৪ এএম

শেয়ার করুন:

ভারতীয় হাতির আক্রমণে প্রাণ গেল বাংলাদেশি কিশোরের

ভারতীয় সীমান্ত পেরিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ঢুকে পড়া বন্যহাতির আক্রমণে নুরুজ্জামান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউপির কাশিমগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায়।

নুরুজ্জামান বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিল।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সীমান্ত পেরিয়ে আসা দুটি বন্য হাতি তেঁতুলিয়ার তিরনই হাট ইউনিয়নের রওশনপুর হয়ে দৌলতপাড়া গ্রামের মধ্য দিয়ে দক্ষিণ কাশিমগঞ্জে প্রবেশ করে। এ সময় হাতি দুইটিকে দেখতে অনেকেই ভিড় করে। সকাল থেকে দুপুর পর্যন্ত হাতি দুটি ভুট্টা ক্ষেতে আশ্রয় নেয়। বিকেলে আরও উৎসুক জনতার ভিড় করে। তখন নুরুজ্জামান নামে ওই কিশোর কাছাকাছি গেলে তার ওপর আক্রমণ করে হাতিটি। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

বিষয়টি জানতে পেরে ইউএনও ফজলে রাব্বি ঘটনাস্থলে এসে নিরাপত্তা জোরদার করতে বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবগত করেন। দিনভর হাতি দুটি ভুট্টা ক্ষেতে থাকে। এতে স্থানীয় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে হাতি থেকে সবাইকে দূরে থাকার জন্য সতর্ক করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।


বিজ্ঞাপন


এদিকে, হাতি দুটি ফেরতের বিষয়ে বিকেলে বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ-ভারতের ফাঁসি দেওয়া সীমান্তের ৭৩৫ পিলারে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠককে অংশ নেন দিনাজপুর সহকারী বন সংরক্ষক নুরন্নাহার, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বীসহ বিজিবি সদস্যরা।

পতাকা বৈঠকে হাতি দুটি ফেরতের বিষয় নিয়ে আলোচনা হয়। পরে রাতে বন্য হাতি দুটিকে ভারতের কাঁটাতারের গেইট দিয়ে ভারতে প্রবেশ করে বলে জানা যায়।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর