বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাজস্থলীতে অগ্নিদগ্ধ দোকানির শেষকৃত্য সম্পন্ন

জেলা প্রতিনিধি, রাঙামাটি 
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

loading/img
পরিবারের সদস্যদের সঙ্গে নিহত দীপংকর দাশ

রাঙামাটির রাজস্থলী উপজেলায় কুলিং কর্নারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা যাওয়া দোকানি দীপংকর দাশের (৩৮) শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মহব্বত পাড়ায় তার মরদেহ দাহ করা হয়। এর আগে সকালে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে দীপংকর দাশের লাশ নিজ বাড়িতে আনা হয়। 


বিজ্ঞাপন


এ বিষয়টি নিশ্চিত করে রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা বলেন, রাজস্থলী বাজারের দোকানে আগুনের ঘটনায় পুড়ে মারা যাওয়া দীপংকর দাশের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তার এমন মর্মান্তিক ও অকাল মৃত্যুতে এলাকার মানুষ শোকাহত।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজস্থলী বাজারে দীপংকর দাশের কুলিং কর্নারে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে তার শরীরের ৯০ শতাংশই পুড়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হলে - শনিবার রাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

দীপংকর দাশ রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মহব্বত পাড়ার মৃত অমর দাশের ছেলে। দীপংকর দাশের স্ত্রী, এক ছেলে ও মেয়ে রয়েছে। হঠাৎ আগুনের ঘটনায় মর্মান্তিক এই মৃত্যুতে দীপংকরের এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন