সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

কক্সবাজারে অস্ত্রসহ আরসার দুই সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৫ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় মাদক সেবন করে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের উখিয়া মধুরছড়া এলাকা থেকে আরসার গান গ্রুপের দুই সক্রিয় সদস্য যুবায়ের ও শফিউল্লাহকে অস্ত্রসহ আটক করেছে র‍্যাব-১৫। এ সময় তাদের তল্লাশি করে ১টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে র‍্যাব।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (ল' এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।


বিজ্ঞাপন


আটককৃতরা হলেন- উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মোনাফের ছেলে মো. জোবায়ের (২৫) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের হামিদ হোসেনের ছেলে শফিউল্লাহ (২৪)।

র‍্যাব জানায়, ১০ ফেব্রুয়ারি গভীর রাতে র‍্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে। তারা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে জানান।

র‍্যাবের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা 'আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গান গ্রুপের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তারা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মহেশখালী থেকে সংগ্রহ করে আরসার গান গ্রুপের নিকট সরবরাহ করতো। উদ্ধারকৃত আলমতসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হন্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর