শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

যশোরে জুম্মান হত্যাকাণ্ডে ৩ আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

যশোরে জুম্মান হত্যাকাণ্ডে ৩ আসামি গ্রেফতার

যশোরের রেলস্টেশন এলাকায় জুম্মান হত্যাকাণ্ডের ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। 

রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব যশোরের অধিনায়ক এ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোরের রেলস্টেশন এলাকায় জুম্মান হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এরপর রোববারের অভিযানে আসামিদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন - শহরের টিবি ক্লিনিক এলাকার মো. রবির ছেলে শুভ (৩২), বেজপাড়ার বিহারি পট্টি এলাকার ইমান আলীর ছেলে সবুজ (২৮) এবং পুলের হাট কৃষ্ণবাটি এলাকার বাবু আলীর ছেলে মোহাম্মদ (২২)।

র‍্যাব যশোরের অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে শহরের টিবি ক্লিনিক এলাকায় জুম্মান হত্যাকাণ্ডের অন্যতম তিন আসামি পালিয়ে রয়েছে। ওই সময়ই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্ব শত্রুতার জেরে ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে শহরের রেলস্টেশনে তারা একত্রিত হয়েছিল ভিকটিম জুম্মানকে (৩৪) হত্যা করার জন্য। আটক আসামিদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করেছে র‍্যাব।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর