মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাঁশখালীর আলোচিত বিএনপি নেতা লেয়াকত আলী গ্রেফতার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রামের আলোচিত বিএনপি নেতা ও বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়ন পরিষদের বহিস্কৃত চেয়ারম্যান লেয়াকত আলী (৫৪) কে গ্রেফতার করেছে। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার।


বিজ্ঞাপন


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গণ্ডামারার বহিস্কৃত ইউপি চেয়ারম্যান ও আলোচিত বিএনপি নেতা লেয়াকত আলীকে বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজী, পুলিশের ওপর হামলা, দস্যুতা, ভয়ভীতি, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ নানা অপরাধে ২১টিরও বেশি মামলা রয়েছে। অনেক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে আনা হচ্ছে।

উল্লেখ্য, বাঁশখালীর সাগর উপকুলীয় গন্ডামারায় এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ভূমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আলোচিত হন চেয়ারম্যান লেয়াকত আলী।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর