বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তের মিয়ানমারে অভ্যন্তরে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সংগঠন আরকান আর্মির (এএ) মধ্যে চলা গোলাগুলিতে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মিয়ানমারের ওপার থেকে ছোঁড়া গুলিতে আহত হন প্রবীর চন্দ্র ধর নামে বাংলাদেশি এক নাগরিক। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাশ্বর্বর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহিন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত বাংলাদেশের নাগরিক প্রবীর চন্দ্র ধর ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড তুমব্রু হিন্দু পাড়ার বাসিন্দা।
এদিকে, আজ সকাল থেকে লাগাতার গোলাগুলি, মার্টারশেল নিক্ষেপ ও রকেট লান্সার বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রুর বিস্তীর্ণ এলাকা। শুধু তাই নয়, গুলির সীসা ও রকেট লান্সার উড়ে এসে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম-তুমব্রু এলাকায় বসত ঘরের ওপর। এ ঘটনায় কোনো হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। ভয়ে ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতেও পারছেন না অভিভাবকরা। এছাড়াও কৃষি ক্ষেতে যেতে ও দৈনন্দিন কাজ করতেও ভয় পাচ্ছেন এলাকাবাসী।
পুলিশ সুপার সৈকত শাহিন ঢাকা মেইলকে জানান, সকাল থেকে লাগাতার গোলাগুলিতে একজন আহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
বিজ্ঞাপন
টিবি