ময়মনসিংহে মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তারা সকলেই মোটরসাইকেলের যাত্রী।
বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১২টার দিকে ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া- শিবগঞ্জ সড়কের ছলির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন।
বিজ্ঞাপন
নিহতরা হলে- উপজেলার চকরাধাকানাই গড়পাড়া গ্রামের প্রবাসী মজিবর রহমানের ছেলে আ: হান্নান (১৬), আলা উদ্দিনের ছেলে নয়ন (১৬)। আহত শাহীন (১৬) বিদ্যানন্দ গ্রামের হেলালের ছেলে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন জানান, ঈদ আনন্দে মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়ে ছিলেন তারা। পরে বেপরোয়া গতির কারণে ছলির বাজারে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এজে