শেরপুরে ভারতীয় মদসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জেলার ঝিনাইগাতীর বাঁশকুড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে ১১৩ বোতল মদসহ গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার কারবারিরা হলেন, মানিকগঞ্জ জেলার সদর উপজেলার দাশরা গ্রামের মৃত ননী গোপাল সাহার ছেলে কার্তিক চন্দ্র সাহা (৪২) ও শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নয়াগাঁও গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো. আব্দুল হালিম (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি টিম ঝিনাইগাতীর সীমান্ত এলাকায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অভিযান পরিচালনা করেন।
এসময় বাশকুড়া গ্রামে একটি সিএনজি তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১৩ বোতল মদসহ মাদক কারবারি কার্তিক চন্দ্র সাহা ও মো. আব্দুল হালিমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। মাদক কারবারিরা পুলিশকে জানিয়েছে তারা মদগুলো গাজীপুর পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল।
বিজ্ঞাপন
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় কারবারিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং মাদক দমনে পুলিশের এমন অভিযান অব্যহত থাকবে।
প্রতিনিধি/এসএস