খাগড়াছড়ির রামগড় উপজেলার তিন ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রামগড় পৌরসভার বলিটিলা এলাকায় ইট ভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় মেসার্স নুর ইসলাম ইটভাটাকে ১ লাখ টাকা, মেসার্স হাজেরা ইটভাটা ও মেসার্স নূরজাহান ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ আইনের অপরাধে তিনটি ইটভাটার মালিককে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
প্রতিনিধি/এসএস