সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪, ০৪:৩৭ পিএম

শেয়ার করুন:

এক বছরের সাজা এড়াতে ২৭ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা এক ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম।


বিজ্ঞাপন


তিনি বলেন, গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ এলাকায় অবস্থিত এস আর ব্রিকস নামের ওই ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে গত ২৫ জানুয়ারি ওই ইটভাটার মালিক শফিউল আজমকে সর্তক করার পরেও সতর্ক না হওয়ায় আজ এই টাকা জরিমানা আদায় করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর