মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে ৭ ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ঝিনাইদহের শৈলকূপা ও হরিণাকুন্ডু উপজেলার ৭টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতরের মোবাইল কোর্ট।

অভিযানে হরিনাকুন্ডু উপজেলায় ৭টি অবৈধ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


এছাড়া শৈলকূপা উপজেলার মদনডাঙ্গায় স্কুলের সঙ্গে অবস্থিত অবৈধ ১টি ইটভাটা ও হরিনাকুন্ডু উপজেলায় ১টি অবৈধ ইটভাটা এস্কেভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

jhenaidah

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।


বিজ্ঞাপন


জরিমানা করা ৭টি অবৈধ ইটভাটা হলো- ভাই ভাই ব্রিকস, আরাফ ব্রিকস, একতা ব্রিকস, সোহান ব্রিকস, রুমা ব্রিকস, এ জেড ডাবলু ব্রিকস ও বিশ্বাস ব্রিকস।

ঝিনাইদহ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, এমন অভিযান জেলার সকল অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে পরিচালনা করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর