ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে যশোর র্যাব-৬ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার বড়খলসী এলাকার কচুয়ার বিলে শরিফুল ইসলামের মাছের ঘেরের টং ঘর থেকে ৩৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এ তিনজনকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
আটককৃতরা হলেন, যশোর ঝিকরগাছা উপজেলার বাঁকড়া তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মৃত গহর আলী মোড়লের ছেলে শরিফুল ইসলাম (৫৩), সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পিছলাপোল গ্রামের মৃত কিতাব আলী মোড়লের ছেলে মিলন হোসেন (৩৫) ও যশোর সদর উপজেলার চুড়ামনকাটি খিতিবদিয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আলী হায়দার (৫৮)।
যশোর র্যাব এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গ্রেফতরকৃতরা যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারি করে আসছিল। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে যশোর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা লাইকুজ্জামানকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চলে তাদেরকে ৩৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এজে