রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভাঙারি দোকানে মিলল কিশোরের মরদেহ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৪, ১২:৪২ পিএম

শেয়ার করুন:

ভাঙারি দোকানে মিলল কিশোরের মরদেহ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাঙারি দোকানে জামাল (১৪) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জানুয়ারি) রাত ১১টায় ফতুল্লার চাষাঢ়া রেলস্টেশনের কাছে আল আমিনের ভাঙারি দোকানে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


খবর পেয়ে রাত ১২টায় পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠায়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বিষয়টি জানিয়েছেন।

আটকরা হলেন— হৃদয়, জাহাঙ্গীর, কালেকখা ও জুয়েল।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল বন্ধুদের সঙ্গে বিভিন্ন এলাকায় ঘুরে ভাঙারি সংগ্রহ করতো। পরে সেগুলো আল আমিনের দোকানে বিক্রি করতো। রাত ১০টায় জুয়েল, হৃদয়, জাহাঙ্গীর, কালেকখা, খোকন ও জামাল একসঙ্গে আল আমিনের ভাঙারি দোকানে বসে জুতার আঠা পলিথিন ব্যাগে ভরে ডান্ডি সেবন করেছে। এরপর সবাই এক সঙ্গে দোকানেই ঘুমিয়ে পড়ে। রাত ১১টায় তানজিন নামের একজন দোকানে গিয়ে দেখে জামাল দোকানের বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে ডাকাডাকি করলে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।


বিজ্ঞাপন


এসআই শাহাদত হোসেন বলেন, নিহত কিশোরের বাবা মায়ের নাম ও পরিচয় পাওয়া যায়নি। যাদের সঙ্গে নেশা করতো এবং ভাঙারি সংগ্রহ করতো তারা ছেলেটিকে জামাল নামে ডাকে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর