জেলা প্রশাসনের অনুমোদন নীতিমালা ভঙ্গ করে বরগুনায় মাসব্যাপী বাণিজ্য মেলার প্রবেশ টিকিট বিক্রির নামে প্রতারণা শুরু করেছে একটি চক্র।
তারা গ্রাম-গঞ্জে ঘুরে ঘুরে প্রতিদিন লোভনীয় অফার দিয়ে সাধারণ জনগণের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিজ্ঞাপন
বরগুনার জনসাধারণ মনে করছে এটি এক ধরনের জুয়া। অন্যদিকে সাধারণ মানুষ তাদের টাকা পয়সা খরচ করে টিকিট কেনার দিকে ঝুঁকছে।
বরগুনা ব্যবসায়ী সমিতির আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন ১৬টি শত সাপেক্ষে একমাসব্যাপী মেলার অনুমোদন দেয়। মূলত ব্যবসায়ী সমিতির নামে অনুমোদন নেওয়া হলেও এর পেছনে রয়েছে একটি চক্র। তারা এর আগেও প্রবেশ টিকিটের নামে বরগুনা থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। সবশেষ মেলা চলাকালে মেলার শেষ সময়ে তারা কয়েক লাখ টাকা বিজয়ীদের না দিয়ে পালিয়ে যায়।
এ ছাড়াও পরীক্ষা ও সামনে রমজান মাসের আগে এই ধরনের মেলার আয়োজনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বরগুনার সচেতন মহলে।
এ বিষয়ে বরগুনা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, গ্রামগঞ্জে আইন অমান্য করে টিকিট বিক্রির ফলে গরিব মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। চুরিসহ অন্যায় অপরাধ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সামনে রমজান মাস এইসব কাজ ঠিক না। এ বিষয়ে জানতে মেলা পরিচালনা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হয়নি।
বিজ্ঞাপন
বরগুনা জেলা প্রশাসক মোহা রফিকুল ইসলাম বলেন, মেলার প্রবেশ টিকিট বাইরে বিক্রির অনুমোদন তাদের দেওয়া হয়নি। বিষয়টি আমরা দেখব।
প্রতিনিধি/এসএস

