সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে বেউথা ব্রিজে ঈদে হাজারো মানুষের মিলন মেলা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ মে ২০২২, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে বেউথা ব্রিজে ঈদে হাজারো মানুষের মিলন মেলা
ছবি: ঢাকা মেইল

ঈদ উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার বেইথা ব্রিজ এলাকায় জমে উঠেছে হাজারো মানুষের মিলন মেলা। 
ঈদকে কেন্দ্র করে বন্ধুরা মিলে কেউ বা পরিবারের সদস্য নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করেন। তাদের মূলত উদ্দ্যেশ থাকে ঈদ উপভোগের পাশাপশি নিজেদের মত করে একটু আনন্দময় অবসর সময় কাটানো। তারি জন্য কেউথা কালিগঙ্গা নদীর উপরে নির্মানকৃত ব্রিজের উপরসহ দুই পারে হাজার হাজার মানুষের ভিড়। এই ব্রিজের দুই পারে রয়েছে ৩০ থেকে ৪০টি রেস্টুরেন্ট। দক্ষিন পারে রয়েছে নদীর পার দিয়ে শত শত কাটগাছ। সেখানতার নদীর শীতল বাতাস মনকে শীতল করে দেয়। ধর্মীও অনুষ্ঠান ছাড়াও এখানে প্রতিদিন মানুষ বেড়াতে আসেন।

মঙ্গলবার (৩ মে) ঈদের দিনের সকাল থেকে ভ্রমন পিপাষুরা এই ব্রিজের আসতে থাকেন। তবে বিকেল ৪টার দিকে ব্রিজে ও তার দুপারে হাজার হাজার মানুষ ভিড় করেন। ছোট বাঁচ্চাসহ সকল বয়সের মানুষ আসেন। ঈদে আরো একটু বেশি আনন্দ করতে। সে কারনে সেতুর দুপারে অস্থায়ী ফুচকা, চটপটি, খেলনার দোকানসহ নানা ধরনের শতাধিক দোকান বসেছে।


বিজ্ঞাপন


সদর উপজেলা টুটুল মিয়া বলেন, বেলা ৩টার দিকে স্ত্রী সন্তান নিয়ে বেড়াতে এসেছি। খুব ভালো লাগছে। মেয়েটা আনন্দে হাঁসতে হাঁসতে গাছের নিচদিয়ে দৌড়াছে। ঝিরিঝিরি ঠান্ডা বাতাস বয়ছে। এখানে অনেক দিন পরে কিছু পরিচিত মানুষের সাথে দেখা হলো, কথা হলো। বেউথা ব্রিজে এসে ঈদের দিনটা আমাদের আরো ভালো কাটলো। 
ঢাকা মিরপুর থেকে আসা মোঃ ইমন হোসেন বলেন, সমবয়সি আমরা ৭ জন বন্ধু বেউথা ব্রিজের সুন্দর্যে্যর কথা শুনে ঘুরতে এসেছি। এসে খুব ভালো লাগছে। নদীর পারে সারিসারি গাছের নিচদিয়ে হাঁটতে বেশি ভালো লেগেছে। এছাড়াও কাঠে ছই ওয়ালা নৌকা দিয়ে নদীতে বৈইঠা দিয়ে বেয়ে বেয়ে ঘুরেছি। এখানে হাজার হাজার মানুষের সাথে মিলে ঈদটা কাটিয়ে আমাদের খুব ভালো লাগছে।

ঘুরতে আসা মেঘলা বলেন, আমার কাছে খুব ভালো লাগছে। বন্ধু বান্ধুবিরা মিলে এক সাথে ফুচকা খাচ্ছি, নদীর পার দিয়ে ঘুরছি, হাঁসা হাঁসি করছি, মোবাইলে সেলফি তুলছি, এক সাথে বসে আড্ডা দিচ্ছি। সব মিলে খুবি ভালো লাগছে।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর