রাজশাহীর তানোরে পুকুরপাড় থেকে সুদেব (২৬) নামে এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সুদেব তানোর পৌর অঞ্চলের কালিগঞ্জ মাসিন্দা এলাকার বাসুদেবের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বিবস্ত্র অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন তারা। এরপর তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ওই যুবক মৃত বলে নিশ্চিত হয় তারা। এরপর লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।
নিহত সুদেবের স্ত্রী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলেন তার স্বামী। তবে রাতে আর বাড়ি ফেরেননি।
সুদেবের বাবা বাসুদেব বলেন, আমার ছেলের কারও সঙ্গে কোনো ঝামেলা হয়নি, তার কোনো শত্রুও নেই।
বিজ্ঞাপন
তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা সম্ভব হচ্ছে না।
প্রতিনিধি/ এমইউ