বান্দরবানের লামায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল বান্দরবান পরিবেশ অধিদফতর।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার আজিজ নগর ইউপির সন্দ্বীপ পাড়া এলাকায় এ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে লামা আজিজ নগর ইউনিয়নের সন্দ্বীপ পাড়া এলাকার এসবিএম ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদফতর বান্দরবান।
এসময় ইট ভাটাটির বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ইটভাটাটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।
বান্দরবান পরিবেশ অধিদফতরের সহকারী-পরিচালক ফখরুদ্দিন চৌধুরী সত্যতা নিশ্চিত করে ঢাকা মেইলকে জানান, এসবিএম ইটভাটার কোন ধরনের বৈধ কাগজ না থাকায় ইট ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ইটভাটাটির মালিক আজিজ নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ আজম খানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে। জেলার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস