বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা হুইপ হওয়ায় নড়াইলে বিশাল আনদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১ টার দিকে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে নড়াইলের মুচিরপোল এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিজ্ঞাপন
সেখানে নেতারা তাদের বক্তব্যে মাশরাফিকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন,সহ-সভাপতি হাসানুজ্জামান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীলসহ জেলা জেলা আওয়ামী লীগ ও সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
প্রতিনিধি/একেবি

