শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

শাহজাদপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:২৬ পিএম

শেয়ার করুন:

শাহজাদপুরে সিমেন্ট বোঝাই ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত

ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক দম্পতির (স্বামী-স্ত্রী) মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালকসহ দু’জন।

বুধবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি এস.এম তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিলকলমি গ্রামের আনছার আলী তালুকদার ও তার স্ত্রী ফরিদা খাতুন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাবনার মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবদীন এ তথ্য নিশ্চিত বলেন, আজ সন্ধ্যায় আনছার আলী স্ত্রীকে সঙ্গে নিয়ে শাহজাদপুর থেকে একটি অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি ঢাকা-পাবনা মহাসড়কের বাঘাবাড়ি এসএম তেল পাম্পের সামনে পৌঁছালে পাবনা থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই আনছার আলী ও তার স্ত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও দু’জন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর