সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৪, ০৯:০৩ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইশরাক নাঈম মুন্না (২৪) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পূর্বাশা পরিবহনের দামুড়হুদা কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ইশরাক নাঈম মুন্না দামুড়হুদার স্টে‌ডিয়াম পাড়ার আব্দুল মোমিনের ছেলে। তিনি দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে ২য় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

‌পরিবারের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে দামুড়হুদা বাজার থেকে মোটরসাইকেলযোগে বা‌ড়িতে ফিরছিলেন। এসময় দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে এক‌টি পা‌খি ভ্যানের সঙ্গে মুখোমু‌খি সংঘর্ষ হয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চি‌কিৎসক প্রাথ‌মিক চি‌কিৎসা দিয়ে মুন্নাকে রাজশাহী মে‌ডিকেলে রেফার করেন। রাজশাহী নেওয়ার পথে ঈশ্বর‌দী পৌঁছালে পথিমধ্যে সন্ধ্যা সাতটার দিকে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আলমগীর কবীর জানান, নিহতের মরদেহ বাড়ি ফেরত আনা হচ্ছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর