মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দু'দলকে শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৪, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

দু'দলকে শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

তাবলীগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমায় মুসল্লিদের দুই গ্রুপকে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে ইজতেমা সফলভাবে সম্পন্ন করার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, জোবায়ের গ্রুপকে বলতে চাই, দাবির প্রেক্ষিতে আপনারা প্রথম আসছেন। সম্মানের সঙ্গে ২য় পর্বের মুসল্লিদের মাঠ হস্তান্তর করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে।


বিজ্ঞাপন


সোমবার (২২ জানুয়ারি) বিকেলে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে ইজতেমার প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা চাই বাংলাদেশের ঐতিহ্য বিশ্ব ইজতেমা যেন শান্তিপূর্ণ হয়। সভার প্রস্তুতি দেখে বোঝা গেল, আমাদের আয়োজন সুসম্পন্ন। আমরা ইজতেমাকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুসল্লিদের নিরাপত্তায় সিসিটিভি, ওয়াচ টাওয়ার থাকবে। যেকোনো দুর্ঘটনারোধে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সাইবার ইউনিটসহ র‍্যাব, সেনাবাহিনী থাকবে।

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, আমরা দ্বীনের কাজে আল্লাহকে রাজি-খুশি করার জন্য কাজ করি। সেখানে আমাদের মধ্যে যে বিভেদ তা অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা আপনাদের উদ্দেশে আসেন। সরকার সর্বোচ্চ সহযোগিতা আপনাদের করে যাচ্ছেন। অপর একটি লোকের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড ইজতেমায় দেখতে চাই না।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন ইজতেমার শীর্ষ মুরুব্বিদের উদ্দেশে বলেন, আপনাদের কাছে তরুণ প্রজন্ম আদব, লেহাজ, সম্প্রীতি শিখবে। আপনাদের বৈরীতা আমাদের কাম্য নয়। এসময় দিয়াবাড়ি এলাকায় ইজতেমা আয়োজনের অনুমতি দেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি।

এসময় আরও বক্তব্য দেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মমন্ত্রী ফরিদ উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, পুলিশ কমিশনার মাহবুব আলম, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে জোবায়ের পন্থী গ্রুপের প্রতিনিধি হিসেবে শীর্ষ মুরুব্বি ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন এবং সাদ গ্রুপের প্রতিনিধি ড. আব্দুস সালাম বক্তব্য দেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে আগত মুসল্লিদের সুবিধার্থে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা বলা হয়।

অনুষ্ঠানে আয়োজকরা জানিয়েছেন, এবার বিশ্ব ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা থাকবে। ময়দানের ভেতরে ও বাইরে ৬ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করবে। এছাড়া দুই শতাধিক সিসিটিভি, ১৪টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে। ১৮টি গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহ করা হবে। এছাড়া মুসল্লিদের যাতায়াতে বিশেষ বাস ও ট্রেন সার্ভিস চালু করা হবে। এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণে নানা পরিকল্পনা ও উদ্যোগের কথা সভায় উপস্থাপন করা হয়।

এবার ৫৭তম বিশ্ব ইজতেমায় আলাদা সময়ে দুই গ্রুপের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে জুবায়ের গ্রুপ ২-৪ ফেব্রুয়ারি ইজতেমা করবেন। দ্বিতীয় পর্বে, ওয়াসিফুল গ্রুপের ইজতেমা হবে ৯-১১ ফেব্রুয়ারি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর