পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় নিখোঁজ চালক হুমায়ূন কবিরের লাশ ছয় দিন পর উদ্ধার করা হয়েছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে ঘটনাস্থল থেকে ৭ কিলোমিটার দূরে পদ্মার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ-মো. খালেদ নেওয়াজ জানান, দুপুরের পরে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া রজনীগন্ধাকে উদ্ধারের জন্য নাড়া দেয়। সে সময় ফেরিতে আটকে থাকা হুমায়ূনের মরদেহ নদীর স্রোতে বেরিয়ে যায়। বাহাদুরপুর এলাকায় তার মরদেহ ভেসে উঠলে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে নিয়ে আসে।
হুমায়ুন কবির ফেরির সহকারী মাস্টার ছিলেন। তিনি বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের আরিচা আঞ্চলিক কমিটির দক্ষিণ (পাটুরিয়া-দৌলতদিয়া) শাখার সভাপতি ছিলেন।
হুমায়ুনের গ্রামের বাড়ি পিরোজপুরে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছেন। তিনি ২০১১ সালে বিআইডব্লিউটিসি-তে চাকরি শুরু করেন। সাত মাস আগে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পথে যোগদান করেন।
প্রতিনিধি/ এমইউ

