মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাটুরিয়ায় ডুবে যাওয়া ট্রাক উদ্ধারের সময় দুর্ঘটনা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

পাটুরিয়ায় ডুবে যাওয়া ট্রাক উদ্ধারের সময় দুর্ঘটনা

পাটুরিয়াতে পদ্মায় তলিয়ে যাওয়া ট্রাক উদ্ধারের সময় দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকাজের সময় ফনেকন্সেলের ওপরের পাত্তি থেকে ছিঁড়ে আবারও নদীর নিচে তলিয়ে যায় ট্রাকটি।

সোমবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পাটুরিয়ার ২ নম্বর পল্টনের সামনে এই ঘটনাটি ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির অরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।


বিজ্ঞাপন


আজ সকাল ১০টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা ট্রাকটি উদ্ধারের জন্য কাজ শুরু করে। ট্রাকের ওপরের চাকার ফনেকন্সেলের মধ্যে হুক আটকায় ডুবুরির দল। এরপর হামজা তার শক্তিশালী তামার তার দিয়ে ট্রাকটিকে পানি থেকে কিছুটা উঠানোর পর, ফনেকন্সেলের ওপরের পাত্তি থেকে ছিড়ে আবার নদীর তলে চলে যায় মালবোঝাই ট্রাকটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি মালবোঝাই ছিল। পানিতে ডুবে এটার ওজন হয়েছে আরও বেশি। সে কারণেই এই ঘটনাটি ঘটে।

তারা আরও জানান, এমনিতেই ট্রাকের অনেক ক্ষতি হয়েছে। আবার উদ্ধার করার সময় ফনেকন্সেলের ওপরের পাত্তি থেকে ট্রাকটি ছিড়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ বেড়ে গেছে।

বিআইডব্লিউটিসির অরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ট্রাকের ওপরের অংশে হুক বাজানো হয়। উদ্ধারকারী জাহাজ হামজা তার শক্তিশালী তামার তার দিয়ে ওপরের দিকে টানার সময় ট্রাকটি ফনেকন্সেল ছিঁড়ে আবার নদীতে পড়ে যায়।


বিজ্ঞাপন


উল্লেখ, গত ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ৫নং ঘাটের অদূরে ৯টি ট্রাক নিয়ে রজনীগন্ধা ফেরিটি ডুবে যায়। এ ঘটনায় ফেরির দ্বিতীয় চালক হূমায়ন কবির ছাড়া কেউ হতাহত হয়নি। হূমায়ন কবির এখনও নিখোঁজ রয়েছেন। ৯টি ট্রাকের মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর