দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ছোট মনির দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিসের বেগমের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসার রেজাউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুর রহমান, টাঙ্গাইল জেলা বাস কোচ-মিনি বাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম তালুকদার বিদ্যুত, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, কৃষি অফিসার মো. আরিফুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ্, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ আব্দুল মজিদ মিঞা প্রমুখ।
প্রতিনিধি/ এজে