জামালপুরের সরিষাবাড়ীতে প্রকাশ্যে শিয়াল জবাই করে গাছে ঝুলিয়ে চামড়া ছাড়ানোর ঘটনা ঘটেছে। এমন ঘটনায় বিস্মিত এলাকাবাসী। তবে ভয়ে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না।
শনিবার (২০ জানুয়ারি) দুপুর ২টা ৫৮ মিনিটে ‘সোহাগ’ নামক এক ফেইসবুক আইডি থেকে এই ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে, পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ছড়িয়ে পড়া ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি শিয়াল জবাই করার পর গাছে ঝুলিয়ে তিনজন মিলে তা চামড়া ছাড়াচ্ছে। আর পাশে দাঁড়িয়ে একজন ভিডিও করছে। এদিকে পাশে দাঁড়িয়ে গোলাম রব্বানী নামের এক যুবক শিয়ালের গায়ে থাপ্পর দিচ্ছে আর বলছে—‘একেবারে পিউর খাসি, একদম পিউর খাসি। এটা শিয়ালের মাংস বুঝেছিস, শিয়ালের মাংস। এটা আমার কথা না, মাদ্রাজের ডাক্তারের কথা, এই শিয়ালের মাংস মানবদেহে ৪০টি রোগের কাজ করে।’
ছড়িয়ে পড়া এই ভিডিও দেখে অনেকে বিস্মিত হয়ে কমেন্টস করেছেন এবং ভিডিওটি ডিলিটের আহবান জানিয়েছেন তারা। ভিডিওটিতে গোলাম রব্বানীকে মেনশন করে মুরসালিন রহমান তুহিন নামে এক যুবক লিখেন, ‘ভিডিওটি ডিলেট কইরা দেও ভাই, এগুলা বন বিভাগের লোকজন দেখলে ঝামেলা।’
হারুন রশিদ নামে একজন লিখেছেন, ‘যেসব হিংস্র ও শিকারী প্রাণী দাঁত ও থাবা দ্বারা শিকার করে সেসব প্রাণী যেমন- সিংহ, চিতা, বাঘ, নেকড়ে, হায়েনা, শিয়াল, কুকুর, বিড়াল, ইত্যাদির মাংস খাওয়া হারাম।’
এ বিষয়ে গোলাম রব্বানীর মোবাইলে কল করলে সাংবাদিকের পরিচয় পেয়ে তিনি কল বিচ্ছিন্ন করে দেন। এরপর আর তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার এক প্রতিবেশী নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, গোলাম রব্বানী স্থানীয় রাজনীতির সাথে জড়িত। তাই কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। সে পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। এমন ঘটনায় তারা খুবই বিস্মিত।
বিজ্ঞাপন
পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, এটা তার জানা নেই। এ বিষয়ে কেউ তাকে কিছু বলেনি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান মোবাইলে বলেন, এ বিষয়ে তারও কিছু জানা নেই। তবে খবর নিয়ে তারপর জানাবেন বলেও জানান তিনি।
প্রতিনিধি/একেবি

