রাজশাহীর বাঘায় কম দামে মাংস বিক্রি করা নিয়ে কথা কাটাকাটির জেরে এক বিক্রেতাকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগ পাওয়া গেছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার আড়ানী পৌর বাজারে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতের নাম মো. মামুন (৩২)। তিনি আড়ানী পিয়াদাপাড়া গ্রামের রহিম আলীর ছেলে। আর অভিযুক্তের নাম মিজানুর রহমান খোকন। তিনি একই এলাকার বক্স আলীর ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। দু’জনেই আড়ানী বাজারে মাংস বিক্রি করতেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মাংস বিক্রি নিয়ে মামুন ও খোকনের কথা কাটাকাটি হয়। মামুন কম দামে মাংস বিক্রি করায় ক্ষিপ্ত হন খোকন। একপর্যায়ে গোশত কাটার কাজে ব্যবহৃত ছুরি দিয়ে মামুনকে আঘাত করেন খোকন। এতে গুরুতর আহত হন মামুন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাদের মধ্যে আগে থেকে শত্রুতা ছিল বলেও জানিয়েছেন স্থানীয়রা।
বাঘা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। মামুন ও খোকন দু’জনেই মাংস বিক্রেতা। নিহতের মরদেহ এখন রাজশাহীতে রয়েছে। এ ঘটনায় দোষীদের আটকের চেষ্টা চলছে।
প্রতিনিধি/ এমইউ