বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে বাসচাপায় নিহত ১

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

loading/img

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ এলাকায় গকুল মনিদাস (৩৩) নামের এক পথচারি নিহত হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে মানিকগেঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় এ ঘটনাটি ঘটে।  


বিজ্ঞাপন


এ বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ বসু।

নিহত ব্যক্তির বাড়ি উপজেলার ধানকোড়া ইউনিয়নের উত্তর খল্লী গ্রামে। সে এই গ্রামের ক্ষিতিশ মনিদাসের ছেলে। নিহত গকুল মনিদাস সাভেরের বিশমাইল এলাকার এলাইন্সগ্রুপের প্রডাকশন অফিসার ছিলেন।

পুলিশ ও স্থানিয়দের সূত্রে জানাযায়, নিহত ব্যক্তির তার অসুস্থ স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য মানিকগঞ্জ শহরের দিকে বাড়ি থেকে রওনা দেন। ঢাকা-আরিচা মহাসড়কে উঠে তার স্ত্রী্কে নিয়ে পাঁয়ে হেটে নয়াডেঙ্গির বাসস্ট্যান্ডের দিকে আসতে ছিলেন। এ সময় মানিকগঞ্জগামী একটি বাস অরএকটি বাসকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া গকুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পরে যায়। তবে গকুলের পেছনে থাকায় তার স্ত্রী এ দুর্ঘটনা থেকে বেঁচে যান।

গোলড়া হাইওয়ে থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ বসু জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন