বরিশালের মুলাদীতে বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। ওই শিশুর মা এখন বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার (১০ জানুয়ারি) সকালে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার এ বিষয়টি জানিয়েছেন মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, বুদ্ধিপ্রতিবন্ধী শিশু মেহেনাজ আক্তারকে (১৫) বিষপানে হত্যার পর তার মা আত্মহত্যার চেষ্টা করেন। এরপর নিহত মেহেনাজের বাবা মাহাবুব হাওলাদার বাদী হয়ে বুধবার দিবাগত রাতে মুলাদী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় একমাত্র আসামি করা হয়েছে শিশুটির মা তাসলিমা বেগমকে। তিনিও বিষপানে আত্মহত্যার চেষ্টা করায় তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাসলিমার স্বামী মাহাবুব হাওলাদার বলেন, পারিবারিক বিষয় নিয়ে সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তার। পরে তিনি কৃষিকাজে পার্শ্ববর্তী ক্ষেতে চলে যান। এরপর লোকজনের কাছে জানতে পারেন যে বিষপানে তার মেয়ে মেহেনাজের মৃত্যু হয়েছে। এছাড়া স্ত্রী তাসলিমা হাসপাতালে ভর্তি রয়েছে।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিলা সুখী জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাসলিমাকে বরিশালে পাঠানো হয়েছে।
পুলিশ পরিদর্শক আশরাফুল জানান, পারিবারিক কলহের জের ধরে গত বুধবার সকালে স্বামী মাহাবুব হাওলাদারের সঙ্গে স্ত্রী তাসলিমা বেগমের ঝগড়া হয়। এরপর মাহাবুব কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যান। এই সুযোগে প্রথমে বুদ্ধিপ্রতিবন্ধী মেহনাজ আক্তারকে বিষপান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন তাসলিমা। এ সময় বাড়িতেই শিশু মেহনাজের মুত্যু হয়। প্রতিবেশীরা তাসলিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাকে পুলিশ পাহারায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতে নিহতের বাবা মাহাবুব হাওলাদার বাদী হয়ে তার স্ত্রী তাসলিমা বেগমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এমইউ