সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাবার শিষ্যের কাছে হারলেন ছেলে

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

বাবার শিষ্যের কাছে হারলেন ছেলে

এইচ এন আশিকুর রহমান ৫ বারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের একাধিকবারের কোষাধ্যক্ষ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজে প্রতিদ্বন্দ্বিতা না করে ছেলে রাশেক রহমানকে নৌকার মনোনয়ন পাইয়ে দিয়েছিলেন। কিন্তু নৌকার বৈঠা নিয়ে রাশেকের আর সংসদে যাওয়া হলো না। রাশেক রহমান হেরেছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকারের কাছে।

Rasek_photo_2


বিজ্ঞাপন


জাকির হোসেন সরকার দু’বারের উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের ৩৬ বছর ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার থেকেও বড় পরিচয় জাকির হোসেন সরকার পরাজিত প্রার্থী নৌকা প্রতীকের রাশেক রহমানের বাবা এইচ এন আশিকুর রহমানের শিষ্য।

জাকির হোসেন সরকার ১৯৮৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এইচ এন আশিকুর রহমানের সঙ্গে রাজনৈতিক ও পারিবারিকভাবে যুক্ত ছিলেন। তিনি আশিকুর রহমানের রাজনৈতিক সব বিষয়ে দেখভাল করতেন। সেই বাবার শিষ্য জাকির হোসেন সরকারের কাছেই ৩৫ হাজার ভোট ব্যবধানে হেরেছেন রাশেক রহমান।

rasek_phoot_3

রিটার্নিং কর্মকর্তা সুত্রে জানা যায়, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার। তিনি পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাশেক রহমান পেয়েছেন ৭৪ হাজার ৫৯০ ভোট। ৩৫ হাজার ভোট ব্যবধানে রাশেক রহমান পরাজিত হন বাবা এইচ এন আশিকুর রহমানের শিষ্য জাকির হোসেন সরকারের কাছে।


বিজ্ঞাপন


জাকির হোসেন সরকার আওয়ামী লীগের হয়ে রংপুর-৫ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী হলেও দলীয় টিকিট পেতে ব্যর্থ হন। এরপর তিনি স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। তবে তথ্য অস্বীকার করায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করে। পরে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে তার প্রার্থিতা ফিরে পান। এর আগে তিনি দু’বার রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২৮ নভেম্বর ২০২৩ তারিখে এই পদ থেকে পদত্যাগ করেন। জাকির হোসেন সরকার বর্তমানে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও রয়েছেন।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন প্রার্থী। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৩৩৫ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২১ হাজার ৯৮৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ১৮ হাজার ৩৪৭ জন এবং হিজড়া ৪ জন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর