সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লার ১১ আসনের ৭টিতে নৌকা ও ৪টিতে স্বতন্ত্র জয়ী 

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৪, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

কুমিল্লার ১১ আসনের ৭টিতে নৌকা ও ৪টিতে স্বতন্ত্র জয়ী 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগ সবকয়টিতেই দলীয় প্রার্থী মনোনয়ন দিলেও নৌকা বিজয়ী হতে পেরেছে সাত আসনে। আর বাকি চারটিতে জয়লাভ করেছেন আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীরা।  

রোববার (৭ জানুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন। 


বিজ্ঞাপন


কুমিল্লায় এবারের নবনির্বাচিত ১১ এমপির মধ্যে ছয়জনই প্রথমবারের মতো এবার সংসদে যাবেন। পুরনো এমপিদের মধ্যে এবার নির্বাচিত হতে পেরেছেন পাঁচজন। বেসরকারিভাবে প্রকাশিত ফলাফল থেকে এ তথা জানা গেছে। 

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কুমিল্লা-১ দাউদকান্দি-তিতাস আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। কুমিল্লা-২ হোমনা ও মেঘনা আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল মজিদ। কুমিল্লা-৩ মুরাদনগরেও স্বতন্ত্র নির্বাচন করে প্রথমবারের মতো এমপি হয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। 

কুমিল্লা-৪ দেবিদ্বারে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ তিনবারের বিজয়ী রাজী মোহাম্মদ ফখরুলকে পরাজিত করেছেন। কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মনপাড়া আসনেও স্বতন্ত্র থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগ সদস্য আবু জাহের। কুমিল্লা-৬ সদর আসন থেকে নৌকা প্রতীক নিয়ে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা-৭ চান্দিনা আসনে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছেন ডা. প্রান গোপাল দত্ত। 

কুমিল্লা-৮  আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন শফিউদ্দিন শামীম। কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে চতুর্থবারের মতো নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।


বিজ্ঞাপন


কুমিল্লা-১০ নাঙ্গলকোট সদর দক্ষিণ ও লালমাই আসনে নৌকা প্রতীক নিয়ে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন অর্থমন্ত্রী আ ফ ম মোস্তাফা কামাল এবং কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে পঞ্চমবারের মতো নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব।

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর