দ্বাদশ জাতীয় নির্বাচনে বরিশালের ছয়টি আসনের মধ্যে ৪টিতে নৌকার বিজয় হয়েছে। এছাড়া বাকি দুটির একটি আসনে লাঙল ও আরেকটি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে বিজয়ী হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম এ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তথ্যমতে, বরিশাল ১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আবুল হাসানাত আব্দুল্লাহ (নৌকা), বরিশাল-২ আসনে ১৪ দলীয় জোটের রাশেদ খান মেনন (নৌকা), বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু (লাঙ্গল) বিজয়ী হয়েছে। এছাড়া বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র পঙ্কজ দেবনাথ (ঈগল), বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের জাহিদ ফারুক শামিম (নৌকা) ও বরিশাল-৬ আসনে আওয়ামী লীগের মেজর হাফিজ মল্লিক নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
বরিশাল ১ আসনে ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আবুল হাসানাত আব্দুল্লাহ (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকান্দার আলি (লাঙ্গল) ৪ হাজার ১২২ ভোট ও এনপিপির মো. তুহিন (আম) প্রতীকে ১ হাজার ২১৮ ভোট পেয়েছেন।
বরিশাল-২ আসনে ১৪ দলীয় জোটের রাশেদ খান মেনন (নৌকা) ১ লাখ ২৪ হাজার ৫৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একে ফাইজুল হক (ঈগল) ৩২ হাজার ১৯ ভোট পেয়েছেন।
বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু (লাঙ্গল) ৫২ হাজার ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আতিকুর রহমান টিপু (ট্রাক) প্রতীকে ২৪ হাজার ৯৫৫ ভোট পেয়েছেন।
বিজ্ঞাপন
বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র পঙ্কজ দেবনাথ (ঈগল) ১ লাখ ৬১ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মিজানুর রহমান (লাঙ্গল) ৭ হাজার এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু (ছড়ি) ২ হাজার ২৯১ ভোট পেয়েছেন।
বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের জাহিদ ফারুক শামিম (নৌকা) ৯৭ হাজার ৭০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন ‘ট্রাক’ প্রতীকে ৩৫ হাজার ৩৭০ ভোট পেয়েছেন। এছাড়া এনপিপির আব্দুল হান্নান (আম) ২৫০ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির মাহাতাব হোসেন (ডাব) ২১৫, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আসাদুজ্জামান (ছড়ি) ১৪৭ ভোট পেয়ে পরাজিত হয়েছে।
বরিশাল-৬ আসনে আওয়ামী লীগের মেজর হাফিজ মল্লিক নৌকা প্রতীক নিয়ে ৬০ হাজার ১০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র সামচুল আলম চুন্নু (ট্রাক) ৩৯ হাজার ৩৭৪ ভোট পেয়েছেন।
রোববার রাতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম।
প্রতিনিধি/ এজে