শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

কক্সবাজারে ৪টি আসনের বিজয়ী হলেন যারা

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৪, ০২:১০ এএম

শেয়ার করুন:

কক্সবাজারে ৪টি আসনের বিজয়ী হলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টিতেই বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। আরেকটি আসনে বিজয়ী হয়েছেন বাংলদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান হাতঘড়ি প্রতীকের মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। গণনা শেষে রাতে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


স্ব-স্ব উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে সংগ্রহ করা ফলাফলে দেখা যায়, কক্সবাজার-৪ আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম-হাতঘড়ি প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮১ হাজার ৯৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ৫২ হাজার ৮৯৬ ভোট।

এ আসনে ৩টি কেন্দ্র স্থগিত থাকলেও এসব কেন্দ্রের ভোট সংখ্যা ফলাফলকে প্রভাবিত না করায় কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বিজয়ী হয়েছেন।
 
কক্সবাজার- ২ (মহেশখালী- কুতুবদিয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আশেক উল্লাহ রফিক পেয়েছেন ৯৭ হাজার ৬০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএফ প্রার্থী শরীফ বাদশা নোঙর প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৬১২ ভোট। সে হিসেবে বিজয়ী হয়েছেন আশেক উল্লাহ রফিক।

কক্সবাজার- ৩ (কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও) আসনে নৌকা প্রতিকের প্রার্থী সাইমুম সরওয়ার কমল পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদ পেয়েছেন ২১ হাজার ৯৪৬ ভোট। সে হিসেবে বিজয়ী হয়েছেন সাইমুম সরওয়ার কমল।
 
কক্সবাজার- ৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শাহীন আক্তার পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮০ ভোট। আর ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর পেয়েছেন ৩১ হাজার ৭০৭ ভোট। সে হিসেবে বিজয়ী হয়েছেন শাহীন আক্তার।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর