দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ আসনে সকালের দিকে ভোটার উপস্থিতি বেশি ছিল।
রোববার (৭ জানুয়ারি) উপজেলার ১৬ ইউনিয়ন ও দু’টি পৌরসভার ১০৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এরপর বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলে।
বিজ্ঞাপন
সকালে বিভিন্ন কেন্দ্রে পুরুষ ও নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমতে থাকে।
বড়তাকিয়া যাহেদিয়া মাদরাসা কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় গিয়ে দেখা যায়, ৯টি বুথে চার হাজার ৭২৬ ভোটের মধ্যে প্রায় চার শ’ ভোট সংগ্রহ হয়েছে। এ কেন্দ্রে সকল প্রার্থীর এজেন্ট উপস্থিত ছিল।
সকাল পৌনে ১০টায় খইয়াছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি একদম কম। এ কেন্দ্রে ছয়টি বুথে মোট ভোটার ৩১৪৬ জন।
পৌনে ১০টায় ভোট পড়েছে প্রায় দেঢ় শতাধিক। সকাল ১০টায় কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ১০টি বুথের মোট ভোট পড়েছে ৮৮৫টি। এ কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। ভোটার আনা-নেওয়া নিয়ে এ কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বিজ্ঞাপন
সকাল ১০টা ২০ মিনিটে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ৮টি বুথে মোট ভোটার ৩৭৯১ জন। ভোট সংগ্রহ হয়েছে সাড়ে পাঁচ শ’। এই কেন্দ্রে চেয়ার প্রতীক ও হাতপাখা প্রতীকের এজেন্ট ছিল না। বেলা ১১টা ৫০মিনিটে বড় কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় মোট ছয়টি বুথে ৩১১০ ভোটার এর মধ্যে সংগ্রহ হয়েছে ১৩ শতাংশ ভোট।
বেলা সাড়ে ১১টায় দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০টি বুথের মধ্যে মোট ভোটার ছিল ৫২৯৬ জন। ভোট সংগ্রহ হয়েছে এক শ’।
বেলা পৌনে ১২টায় হাইতকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় যে ভোটার উপস্থিতি একদম শূন্য। এ কেন্দ্রে ৮টি বুথের মধ্যে মোট ভোটার ৩৭৬৮। সকাল ১০টা পর্যন্ত সংগ্রহ হয়েছে ৪৪৬টি। দুপুর সাড়ে ১২টায় কমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি দেখা যায়নি। দুপুর ১২টা পর্যন্ত ৩১৯১ ভোটের মধ্যে সেখানে সংগ্রহ হয় ২১ শতাংশ ভোট।
এ কেন্দ্রে নৌকা, একতারা, টেলিভিশন ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি। কেন্দ্রের দায়িত্বে থাকা ইরফান আল করিম বলেন, সকাল থেকে কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো ছিল। দুপুর হওয়াতে একটু কমে গেছে।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ‘কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট সুষ্ঠ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল।’
এমইউ