রাজশাহীর মোহনপুরে একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে পুড়ে গেছে স্কুলের আসবাবপত্র।
শুক্রবার (৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের মতিহার উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত স্কুলের কাছে ছিলেন মতিহার উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী বাবর আলীসহ আরও কয়েকজন। পরে তারা বাসায় যান। সকালে গিয়ে অগ্নিসংযোগ দেখতে পান তারা। একটি ঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন তারা। ভেতরে গিয়ে বেঞ্চ পুড়া দেখতে পান। তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
মতিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, আমাদের স্কুলের নাইটগার্ড রাত ২টার পর ঘুমিয়ে পড়ে। ভোরে উঠে ধোঁয়া দেখতে পান।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সকল ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নজরদারি বৃদ্ধি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে