মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লক্ষ্মীপুর-৩ আসনের জাপার প্রার্থী রাকিব

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লক্ষ্মীপুর-৩ আসনের জাপার প্রার্থী রাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার একেবারে শেষ মুহূর্তে এসে নির্বাচনের মাঠ থেকে সরে গেলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল) প্রতীকের প্রার্থী মো. রাকিব হোসেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে জেলা শহরের ‘আই-কেয়ার চক্ষু হসপিটাল’ অবস্থিত লাঙ্গল প্রতীকের নির্বাচনী অফিসে গণমাধ্যম কর্মীদের ডেকে এনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দেন প্রার্থী রাকিব হোসেন।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে (লাঙ্গল) প্রার্থী রাকিব হোসেন বলেন, প্রশাসনের পক্ষপাত, সুষ্ঠু পরিবেশ না থাকা ও কালো টাকার ছড়াছড়ির কারণে তিনি নির্বাচন থেকে সরে গেলেন। ভোট করার সুন্দর পরিবেশ নেই। প্রশাসন মুখে যা বলে তা বাস্তবায়ন করে না। শুরু থেকে প্রশাসন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবে এ কথা বলে আসছে। আমার কাছে সেই পরিবেশ মনে হচ্ছে না, তাই এ নির্বাচন থেকে সরে গেলাম।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর