চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝরনা বিবি (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নাজির হাট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ঝরনা চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার জামে মসজিদ কলোনীর মো. শাহাবুদ্দিনের স্ত্রী।
বিজ্ঞাপন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দীন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফটিকছড়িতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক নারীকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন।
এইউ