বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

‘কালো টাকা খেয়ে নিন, নৌকা মার্কায় ভোট দিন’

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৪, ১০:০৮ পিএম

শেয়ার করুন:

‘কালো টাকা খেয়ে নিন, নৌকা মার্কায় ভোট দিন’

ফরিদপুর-২ নগরকান্দা-সালথা উপজেলা ও সদরপুরের কৃষ্ণনগর ইউনিয়ন নিয়ে গঠিত আসনে নৌকার প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে বিশাল শোডাউন হয়েছে।

এ সময় নির্বাচনী জনসভায় শাহাদাব আকবর চৌধুরী লাবু বলেন, আগামী দুই দিনের স্লোগান স্বতন্ত্রদের কালো টাকা খেয়ে নিন, নৌকা মার্কায় ভোট দিন, অবৈধ টাকা খেয়ে নিন, নৌকা মার্কায় ভোট দিন।


বিজ্ঞাপন


বুধবার (৩ জানুয়ারি) বিকেলে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে জনসভাস্থলে পৌঁছে এ শোডাউন করে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জনসভাস্থল স্কুল মাঠ কানায় কানায় ভরে যায়।

farid

তার প্রয়াত মা সৈয়দা সাজেদা চৌধুরীর কথা স্মরণ করে বলেন, দীর্ঘ ৪০টি বছর আমার মা এই এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুর পর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফুফু সাজেদা চৌধুরীর সন্তান হিসেবে আমাকে নৌকার প্রার্থী করে আপনাদের মাঝে পাঠিয়েছেন।

তিনি বলেন, আমি শক্ত হাতে ধরেছি বলেই এলাকায় আজ দাঙ্গা-কাইজ্যা বন্ধ হয়ে গেছে। আমি চাই এই এলাকার দলমত নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করুক। আমরা এই এলাকাকে সব ধরনের দাঙ্গা-কাইজ্যা, সন্ত্রাস, মাদক চিরতরে বন্ধ হয়ে যাক।


বিজ্ঞাপন


তিনি কিছু কিছু মুনাফেক দেখেছেন উল্লেখ করে বলেন, তারা মুজিব কোর্ট পরে নৌকার কথা বলেছে। কিন্তু রাতের আঁধারে ১০-২০ লাখ টাকায় বিক্রি হয়ে গেছে।

Faridpur-4

তিনি আরও বলেন, অনেক জায়গায় ভয়ভীতি দেখানো হয়েছে। কোনরকম ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। আপনারা সকলে ৭ জানুয়ারি নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে যাবেন।

সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুয়েল চৌধুরী, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান, লাবু চৌধুরীর ছেলে শাহবাব আকবর চৌধুরী, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এ সময় লাবু চৌধুরীর সহধর্মিণী শাহনাজ খানসহ পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Faridpur-2

বক্তারা বলেন, সকলে রাগ-অভিমান ভেঙে আজ লাবু চৌধুরীকে নৌকা মার্কায় বিজয়ী করতে ঐক্যবদ্ধ। যারা বলেন সালথা উপজেলার মানুষ নৌকার পক্ষে নেই তারা আজ নৌকার এই জনসভা দেখে যান। সালথার মাটি যেমন আওয়ামী লীগের ঘাঁটি, তেমনি সালথার মাটি শান্তিপ্রিয় মানুষের ঘাঁটি। এই মাটি সাজেদা চৌধুরী ও তার পুত্র লাবু চৌধুরীর ঘাঁটি।

Faridpur-3

বক্তারা আরও বলেন, ফরিদপুর-২ এর সকল মানুষের মুখে মুখে আজ একটাই কথা- এই নগরকান্দা-সালথায় নৌকা ছাড়া আর কিছু নেই। এলাকার মানুষ প্রমাণ করেছে তারা শান্তি চায়, উন্নয়ন চায়। তারা চায় শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাক।

Faridpur-6

প্রসঙ্গত, ২০২১ সালের নভেম্বরে সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ আসনে উপ-নির্বাচনে সংসদ সদস্য হন তার ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী। এবারও তিনি এ আসনের প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মো. জামাল হোসেন মিয়া ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের অ্যাডভোকেট সরোয়ার হোসেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর