শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

স্বপ্নের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা উৎসব

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ০৯:৫৮ পিএম

শেয়ার করুন:

স্বপ্নের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা উৎসব
ছবি : ঢাকা মেইল

প্রতি বছরের মতো এবারও দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন ঈদ জামা, সেমাই-চিনি ও ঈদ সালামি তুলে দিয়েছে স্বপ্ন-এক চিলতে হাসির জন্য নামে একটি সংগঠন। 

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় নোয়াখালী জিলা স্কুল মিলনায়তনে আয়োজন করা হয় ঈদজামা উৎসবের। জেলা শহরের ২৪৭ জন সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুর মাঝে নতুন জামা, সেমাই চিনি ও ঈদ সালামি উপহার দেওয়া হয়। 


বিজ্ঞাপন


সংগঠনের সভাপতি হাসিবুল হকের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সৈয়দ মো. কামরুল হোসেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক আবু নাছের মঞ্জু, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমিন, নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক নুর উদ্দিন জাহাঙ্গীর, জেলা যুবলীগরে যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম মঞ্জু প্রমুখ। 

প্রধান অতিথি দেওয়ান মাহবুবুর রহমান জেলা শহরের ২৪৭ জন সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুর মাঝে নতুন জামা, সেমাই চিনি ও ঈদ সালামি তুলে দেন।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর