রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একদিনে আরএমপির অভিযানে গ্রেফতার ৩৫

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ১১:১৫ এএম

শেয়ার করুন:

একদিনে আরএমপির অভিযানে গ্রেফতার ৩৫

গত একদিনে রাজশাহী নগরীতে বিভিন্ন অপরাধে ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

শুক্রবার (২৯ এপ্রিল) আরএমপি মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম এসব তথ্য জানান। 


বিজ্ঞাপন


তিনি বলেন, গত একদিনে নগরীতে পুলিশের পৃথক অভিযানে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

তিনি আরও বলেন, এদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতদের মধ্যে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৭ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১৫ জনকে গ্রেফতার করেছে। 

অভিযানকালে মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১১ গ্রাম হেরোইন ও ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 


বিজ্ঞাপন


গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান আরএমপি মুখপাত্র। 

এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর