মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের একটি নির্বাচনী প্রচার অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম লালু জানান, ডেকোরেটর থেকে মালামাল এনে মঙ্গলবার নৌকা প্রতীকের একটি অফিস বানানো হয়। সেখানে চেয়ার, টেবিলসহ অন্যান্য প্রচারসামগ্রী ছিল। রাত ২টার পর দুর্বৃত্তরা অফিসটি ভাঙচুর করে সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। অফিসটি আজকে বুধবার (২৭ ডিসেম্বর) সকালে উদ্বোধন হওয়ার কথা ছিল। 

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত দেখে প্রতিপক্ষা সহ্য করতে না পেরে এধরনের ঘটনা ঘটিয়েছে। আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে বিষয়টি অবহিত করেছি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন জানান, একটি নৌকার অফিস ক্ষতিগ্রস্থ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কাউকে আটক করতে না পারলেও ঘটনাটি পুলিশ তদন্ত করছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান জানান, নৌকার নির্বাচনী অফিস ভাঙচুরের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর