আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে ফারজান রাব্বী বুবলী। তিনি বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষে ভোট প্রত্যাশা করছেন।
রোববার (২৩ ডিসেম্বর) সাঘাটার বিভিন্ন হাট-বাজার, গ্রাম-গঞ্জে গণসংযোগ শেষে স্থানীয় কালপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফারজান রাব্বী বুবলী উঠান বৈঠক করেন।
বিজ্ঞাপন
এ সময় তিনি সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, আমার বাবা মরহুম ফজলে রাব্বী মিয়া এ আসনে ৭ বার এমপি নির্বাচিত হওয়াসহ জাতীয় সংসদে ২ বার ডেপুটি স্পিকার ছিলেন। তার এই সময়কাল পর্যন্ত এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আরও বেশ কিছু কাজ অসমাপ্ত রয়েছে। তাই বাবার এই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে দৃঢ় বিশ্বাস করছি।
এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন, স্থানীয় যুবলীগ নেতা হিরু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ওই আসনে নৌকা প্রতীক প্রার্থী ও বর্তমান এমপি মাহমুদ হাসান রিপনসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ৩ লাখ ৬২ হাজার ৮৮৫ ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮০ হাজার ৬২৫, নারী ১ লাখ ৮২ হাজার ২৭৯ ও তৃতীয় লিঙ্গের ১ জন। আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি/এসএস

