ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহীন (২২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম হাওলাদারের বাড়িতে শাহীন বিদ্যুৎস্পৃষ্ট হয়।
বিজ্ঞাপন
ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য আবু মুছা এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহীন ওই ওয়ার্ডের মো. নজরুল ইসলাম হাওলাদারের ছেলে।
শাহীনের চাচাতো ভাই মো. মনির হোসেন জানান, সকাল ১০টা থেকে শাহীন নিজের ঘরে ইলেকট্রনিক কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে অসাবধানতাবশত শাহীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/এসএস