বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, ছোটদের চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে আফরোজা আক্তার স্মৃতি পাঠাগার এর উদ্যেগে, উপজেলার কাকনা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হয়। এ সময় ৩৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান ও চিত্রাস্কন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- আফরোজা আক্তার স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মো. রবিউল আলম সুজ ও সভাপতিত্ব করেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম।

এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, দৌলতপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ধামশ্বরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলী, একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সারওয়ার হোসেন লিয়াকত প্রমুখ।

অনুষ্ঠানে আসা মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে তাদের অনুভূতি জানতে চাইলে তারা জানান, আমরা মুক্তিযোদ্ধারা একই উপজেলায় বাস করলেও একে অপরের সঙ্গে দেখা হয় না বেশ কয়েক মাস ধরে। এ অনুষ্ঠানের মাধ্যমে আজ দেখা হয়েছে, কোলাকুলিও হয়েছে। আমরা একে অপরের খোঁজ নিচ্ছি। নিচ্ছি পরিবারেরও খোঁজ। স্মৃতিচারন করছি মুক্তিযোদ্ধাকালীন সময়ের। মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠান হলে তাদের খুব ভালো লাগে বলেও জানান তারা।

প্রতিনিধি/ এজে 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর