মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচনী প্রচারণায় সেলিমা আহমাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

নির্বাচনী প্রচারণায় সেলিমা আহমাদ

হোমনা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনের নৌকার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। হোমনা-তিতাস নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই প্রচারণার উদ্বোধন করেন।

উৎসবমুখর এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের জনগণ আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করেন। পরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিমা আহমাদের পক্ষে তারা আনুষ্ঠানিক প্রচারণায় অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, হোমনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও হোমনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম এবং হোমনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খন্দকার প্রমুখ।

টিএই/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর