মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চলন্ত ট্রাকে ককটেল নিক্ষেপ, চালক দগ্ধ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

চলন্ত ট্রাকে ককটেল নিক্ষেপ, চালক দগ্ধ

রাজশাহীর বাঘায় পণ্যবাহী চলন্ত একটি ট্রাকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির চালক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ছাতারী এলাকায় প্রাণিসম্পদ অফিসের কাছে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আহত ট্রাকচালকের নাম মানিক দাস (৪০)। তিনি মাগুরা সদর উপজেলার পটিয়া গ্রামের মৃত গরুপদ দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চাউল বোঝাই করে ট্রাকটি কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয়। বাঘা উপজেলার ছাতারী (প্রাণিসম্পদ অফিস) সামনে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকটিতে ককটেল নিক্ষেপ করে। এতে ট্রাকটিতে আগুন লেগে যায় এবং চালকের মুখমন্ডল ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়।

বাঘা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল পাঠানোর ব্যবস্থা করে। ককটেল নিক্ষেপকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


বুধবার সকালে কুষ্টিয়া থেকে ট্রাক চালকের আত্মীয়রা ও চাউলের মালিক এসেছেন। তাদেরকে সব বুঝিয়ে দেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর